Fire Brakes Out at Konnagar : কোন্নগর স্টেশন রোডে কসমেটিকস গোডাউনে ভয়াবহ আগুন - কসমেটিকস গোডাউনে ভয়াবহ আগুন
🎬 Watch Now: Feature Video
কোন্নগর স্টেশন রোড চলচিত্রম মোড়ে এক পাঁচতলা বিল্ডিংয়ের দোতলায় কসমেটিকসের গোডাউনে বৃহস্পতিবার রাতে আগুন লাগে (Fire Brakes Out at Cosmetic Godown) । গতকাল দোকান বন্ধ ছিল। কী করে আগুন লাগল তার কারণ এখনও অজানা ৷ উপরের আবাসনে বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার দাস বলেন, "রাত সাড়ে আটটা নাগাদ ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। আবাসনের এক বৃদ্ধাকে নামিয়ে আনা হয় তৎপরতার সঙ্গেই। আবাসনে বেশকিছু মানুষ ছাদের উপরে চলে গিয়েছে আগুন থেকে রেহাই পেতে, সেটা আমাদের নজরে রয়েছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে।"
Last Updated : May 27, 2022, 7:44 AM IST