Agnipath Scheme Protest: অগ্নিপথ ইস্যুতে বিক্ষোভের জের, আসানসোল স্টেশনে বাড়তি নিরাপত্তা - আসানসোল স্টেশন
🎬 Watch Now: Feature Video
অগ্নিপথ ইস্যুতে চলা বিক্ষোভের জেরে বাড়তি সতর্কতা আসানসোল স্টেশনে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত রেল পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয় স্টেশন চত্বরে (Extra Security in Asansol Railway Station Due to Agnipath Scheme Protests) ৷ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম এবং রেল-লাইনের আশেপাশে আরপিএফ মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে মাঝে মধ্যেই লাইন ধরে চলছে টহলদারি ৷ এমনকি স্টেশনের সিসিটিভি-র মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে ৷ প্রসঙ্গত, গত 4 দিনে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় প্রায় 13টি রাজ্যে রেল অবরোধ এবং ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷ যার জেরে সরকারি সম্পত্তি নষ্ট যেমন হয়েছে ৷ তেমনি হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা ৷