Ex-footballers back SC East Bengal : ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, আশাবাদী প্রাক্তনরা - Ex-footballers back SC East Bengal
🎬 Watch Now: Feature Video
ডার্বিতে ধাক্কার রেশ কাটতে না কাটতেই ওড়িশা ঝড়। তিন গোলের লজ্জার পর ছয় গোলের বিপর্যয়। তিন ম্যাচে মোট দশ গোল হজম করার পরেও এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) নিয়ে আশার আলো দেখছেন প্রাক্তন ফুটবলার রহিম নবি এবং আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেন (Ex Footballers Hope That East Bengal Will Fight Back) ৷ ইস্টবেঙ্গলের ফিরে আসার ব্যাপারে আশাবাদী সঞ্জয় সেন (Sanjoy Sen) বলছেন, খারাপ সময় লাল-হলুদের পাশে দাঁড়ানো উচিত সকলের। লাল-হলুদের প্রাক্তনী রহিম নবির (Rahim Nabi) কথায়, জার্সির ওজন এবং সম্মানের কথা মাথায় রেখে খেলুক ফুটবলাররা। ভাল সময় ফিরবে ৷