ধর্মঘটে অবরুদ্ধ এন্টালি, মৌলালি - মৌলালি
🎬 Watch Now: Feature Video
ধর্মঘট ঘিরে কলকাতায় সকাল থেকে ব্যাহত হয় যান চলাচল । এন্টালি বাজার, মৌলালি এবং মল্লিক বাজার চত্বরে পথ অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ । RSP নেতা অশোক ঘোষ জানিয়েছেন, ‘‘আজকের এই ধর্মঘট সরকারকে বাধ্য করাবে শ্রমিকদের দাবি মেনে নিতে।’’