Ena And Shieladitya on Chinebadam Controversy: 'চিনেবাদাম'-এর প্রচার থেকে সরে গেলেন যশ দাশগুপ্ত, কী বলছেন প্রযোজক-পরিচালক? - Ena And Shieladitya on Chinebadam Controversy
🎬 Watch Now: Feature Video
10 জুন মুক্তি পেতে চলেছে শিলাদিত্য মৌলিক পরিচালিত বাংলা ছবি 'চিনেবাদাম'। মুক্তির আগেই প্রযোজনা সংস্থা এবং পরিচালকের সঙ্গে বেশ কিছু কারণে সমস্যা সৃষ্টি হয় ছবির নায়ক যশ দাশগুপ্তর । টুইট করে তিনি জানান, ক্রিয়েটিভ নিয়ে মতানৈক্যের জেরেই ছবির আগামী সব প্রচার কর্মসূচি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি । অভিনেতার বক্তব্য ঘিরে শুরু হয় জল্পনা । গোটা বিষয়টিতে তাঁদের পক্ষটি তুলে ধরার জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ছবির নায়িকা তথা প্রযোজক এনা সাহা এবং পরিচালক শিলাদিত্য মৌলিক ৷ দেখে নিন কী বললেন তাঁরা (Ena And Shieladitya Share Their Thoughts on Chinebadam Controversy)?