Elephant on Road : জয়ন্তীর রাস্তায় পর্যটকদের ক্যামেরায় বন্দি গজরাজ - জয়ন্তীর রাস্তায় দাঁতাল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13753673-95-13753673-1638019627515.jpg)
বেড়াতে এসে গজরাজের দর্শন পেয়ে আপ্লুত পর্যটকরা ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়ন্তীতে ৷ উত্তর দিনাজপুর থেকে বক্সা, জয়ন্তী বেড়াতে গিয়েছিলেন কয়েকজন পর্যটক ৷ ফেরার পথে দামানপুর সেতুর কাছে হঠাৎই এক দাঁতালকে রাস্তা পেরোতে (Elephant on Road) দেখেন তাঁরা ৷ চলন্ত গাড়িতে বসেই সেই দৃশ্য স্মার্টফোনের ক্যামেরায় বন্দি করেন পর্যটকরা ৷ বহুবার ডুয়ার্সে বেড়াতে এলেও এমন অভিজ্ঞতা আগে হয়নি তাঁদের ৷ ইটিভি ভারতের পাঠক ও দর্শকদের জন্য পেশ করা হল সেই মুহূর্তের ছবি ৷