Elephant : গ্রামে ঢুকে গৃহস্থের অন্ন ধ্বংস করল দলমার দাঁতাল - হাতি
🎬 Watch Now: Feature Video
শুক্রবার সকালে ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল এলাকায় একটি দলছুট দাঁতাল লোধাশুলি হয়ে পাঁচ নম্বর রাজ্য সড়কে উঠে পড়ে। রাজ্য সড়কে হাতি চলে আসায় প্রায় মিনিট পনেরো যান চলাচল বন্ধ হয়ে যায়। গজাশিমুল বাজারে ঘুরপাক খাওয়ার পর দলছুট দাঁতালটি ঢুকে পড়ে গজাসিমুল গ্রামে। সেখানে এক গ্রামবাসীর মাটির বাড়ির উঠানে রাখা চালের বস্তা থেকে চাল খেয়ে নেয় ওই হাতিটি।