Elephant Damage Paddy Field : হাতির হানায় জমির ফসল নষ্ট , ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের
🎬 Watch Now: Feature Video
ফসলের ক্ষতিপূরণ ও হাতির দল অন্যত্র সরানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুধকুন্ডি এলাকার বাসিন্দারা । জানা গিয়েছে, দুধকুন্ডি এলাকায় জঙ্গল থাকায় মাঝেমধ্যেই লোকালয়ে হাতির আনাগোনা রয়েছে । গত এগারো দিন ধরে হাতির একটি দল দুধকুন্ডির জঙ্গলে রয়েছে । দুধকুন্ডি, বিন্নি গোবিন্দপুর, হাড়িভাঙ্গা-সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন রাত হলেই খাবারের খোঁজে ধানের জমিতে হানা দিচ্ছে হাতির দলটি । ধান খাওয়ার পাশাপাশি করলা, ভেন্ডি-সহ বিভিন্ন ফসলের জমিতে হানা দিয়ে ব্যাপক ক্ষতি করছে হাতির দলটি( Elephant Damage Paddy Field)। হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য বন দফতরকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর মধ্যেই মঙ্গলবার রাতে কলাইকুন্ডা রেঞ্জের বাগমারির দিক থেকে প্রায় 50টি হাতির একটি দল ঢুকে পড়েছে দুধকুন্ডির জঙ্গলে । দু'টি হাতির দল প্রতিদিন রাত হলেই খাবারের খোঁজে ফসলের জমিতে নেমে পড়ছে । যার ফলে প্রায় 500 থেকে 700 বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি গ্রামবাসীদের । কোনও সুরাহা না পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুধকুন্ডি এলাকায় পথ অবরোধ শুরু করেন গ্রামের বাসিন্দারা । পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ ।
TAGGED:
Elephant Damage Paddy Field