MP Frauds in Durgapur: পুজোর আগে দুর্গাপুর পুলিশের জালে মধ্যপ্রদেশের 4 দুষ্কৃতী - cheating people in Durgapur Industrial area
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16315575-thumbnail-3x2-bike.jpg)
শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন জায়গায় একের পর এক প্রতারণা চালাচ্ছিল মধ্যপ্রদেশের চার যুবক । একাধিকবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তাদের নামে । তদন্তে নেমে দুর্গাপুর থানা এলাকা থেকে চারটি মধ্যপ্রদেশের নম্বর প্লেট লাগানো বাইক-সহ চার যুবককে গ্রেফতার করল পুলিশ । 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা স্থানীয়দের নকল সোনা, রুপোর গয়না, নকল মোবাইল বিক্রির ফাঁদ পেতেছিল । ধৃতরা অনিল চৌহান, অনিল সিং, মুকেশ চৌহান ও সন্দীপ চৌহান বাইক নিয়ে কেপমারিও চালাত (Durgapur Police arrests Four frauds of Madhya Pradesh before puja) ৷