Student Agitation in RBU : অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ - Online Examination In RBU
🎬 Watch Now: Feature Video
অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ ডিসট্যান্স এডুকেশনের পড়ুয়াদের ৷ শনিবার রবীন্দ্রভারতীয় সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারা বিক্ষোভ দেখান ৷ পড়ুয়াদের অভিযোগ, সিলেবাস শেষ না করেই 15 মে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে ৷ তাছাড়া করোনা কালে দীর্ঘদিন বন্ধ ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ৷ তাই কয়েকটা ক্লাস অফলাইনে হলেও বাকি ক্লাস অনলাইনে হয়েছে ৷ তাই পরীক্ষাও অনলাইনে নেওয়ার দাবিতে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা (Student Agitation in RBU) ৷