Dharmendra Pradhan: 'কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে সরকার', তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের - dharmendra pradhan criticises west bengal govt
🎬 Watch Now: Feature Video
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan) ৷ শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"বাংলায় শিক্ষাব্যবস্থা ঠিকঠাক চলছে না । গত কয়েক বছর ধরে এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি পদপ্রার্থীরা আন্দোলন করছেন । হাইকোর্ট বক্তব্য এসেছে এই বিষয় নিয়ে । এই নিয়োগ দুর্নীতিতে সংশ্লিষ্ট প্রচুর লোকের নাম এসেছে । তাদের থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই দফতরের মন্ত্রী গ্রেফতার হয়েছেন । এরপরেও রাজ্য সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না । এটা খুবই চিন্তার বিষয় । মন্ত্রী-আমলারা জেলে যাওয়ার পরেও এই সরকার কিছুই করছে না । এই কারণে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম । কিন্তু তার উত্তর এখনও পাইনি ।"
TAGGED:
Dharmendra Pradhan