Deep Depression Alert নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি প্রশাসনের
🎬 Watch Now: Feature Video
বাংলা বাংলাদেশ ওড়িশা উপকূলে ঘনীভূত গভীর নিম্নচাপ। আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস (Depression in Costal Area)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি গভীর নিম্নচাপের প্রভাবে রাতের দিকে ঘণ্টায় 75 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে (Alert in Costal Area)। জেলার 25টি ব্লকে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের ৩ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ এগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ৷ অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ৷ এছাড়াও হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।