Deganga Workers Death in Mangaluru : কলকাতায় এল ম্যাঙ্গালুরুতে মৃত পাঁচ শ্রমিকের দেহ - Deganga Workers Death
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15061318-thumbnail-3x2-karnataka.jpg)
কর্নাটকের ম্যাঙ্গালুরু থেকে বিমানে নিহত পাঁচ শ্রমিকের কফিনবন্দি দেহ আসে দমদম বিমানবন্দরে । রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ প্রশাসনের উদ্যোগে কফিনগুলি নিয়ে যাওয়া হয় দেগঙ্গায় নিহতদের বাড়িতে । সেখানে পরিবারের তরফে ধর্মীয় রীতি মেনে দেহগুলি কবর দেওয়ার ব্যবস্থা করা হয় (Deganga Workers Death) ৷