Sujan Chakraborty : তৃণমূল-বিজেপির ঘর আলাদা, দরজা একটাই ; অর্জুন প্রসঙ্গে কটাক্ষ সুজনের - Sujan Chakraborty Reacts on Arjun Singh
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15356982-thumbnail-3x2-sujan.jpg)
"তৃণমূল আর বিজেপি দুটি আলাদা ঘর, কিন্তু দরজা এক ৷" ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Reacts on Arjun Singh) ৷ রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে অর্জুনের ৷ এই প্রসঙ্গে সুজনের প্রতিক্রিয়া, "অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন । কী কী অপরাধ করেছে সবাই জানে । সব থেকে ভাল জানেন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু । তিনি আর বলতে পারবেন কি না জানি না । অর্জুন সিং সম্পর্কে মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? সেগুলো কি ভুল বলেছিলেন নাকি এখনও সেগুলো প্রযোজ্য? বহিরাগত, ক্রিমিনাল রোজ বলতেন । তৃণমূল নেতা অর্জুন যে কারণে বিজেপিকে পছন্দ করেছিলেন, ঠিক একই উদ্দেশ্যে এখন তৃণমূলকে তাঁর বেশি পছন্দ । সকালে তৃণমূল বিকেলে বিজেপি । কেউ কেউ বলছেন ঘর ওয়াপসি ৷ তেমন নয় । তৃণমূলে থাকা মানেই বিজেপিতে থাকা । তৃণমূল বিজেপিকে পুষ্ট করেছে । বিজেপি তৃণমূলকে বরাবর সাহায্য করে এসেছে ।"