CPIM Rally : বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের মহামিছিল - CPIM Rally
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15332713-thumbnail-3x2-behala.jpg)
দুর্নীতির প্রতিবাদে এবার বেহালার রাস্তায় সিপিএমের মিছিল(CPIM Rally)। সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল হয় বেহালা 14 নং থেকে শুরু করে ডায়মন্ডহারবার রোড ধরে শিলপাড়া পর্যন্ত । তাঁদের দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হোক ৷ চোর ধরো জেল ভরো স্লোগান তোলে ৷