Susanta Ghosh slams Mamata : মাওবাদীদের ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় : সুশান্ত ঘোষ - Susanta Ghosh slams Mamata
🎬 Watch Now: Feature Video
"আমরা প্রথম থেকে বলেছিলাম জঙ্গলমহলে তৃণমূল আর মাওবাদী বলে আলাদা কিছু নেই । যারাই দিনের বেলায় তৃণমূল, তারাই রাতের বেলায় মাওবাদী । তারাই মানুষকে হত্যা করে রক্তাক্ত করেছিল জঙ্গলমহল । আমাদের বহু নেতা, কর্মী, সমর্থককে খুন করেছে মাওবাদীরা । আর এই মুখ্য়মন্ত্রী সেই মাওবাদীদের নামে কাজ করানো তৃণমূল নেতাদেরকে এখন বড় পদে বসিয়েছেন । বেশিরভাগ মাওবাদী নেতা এখন পুলিশের বড় পদে রয়েছেন ।" এমন ভাবেই মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করলেন পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ (Susanta Ghosh in Paschim Medinipur) ৷