CPI Rally in Jhargram পার্থ,অনুব্রতর কোমরে দড়ি পরিয়ে ঝাড়গ্রামে বিশাল মিছিল সিপিআইয়ের
🎬 Watch Now: Feature Video
জেলা সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে শনিবার ঝাড়গ্রাম শহরে চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে বিরাট মিছিল সিপিআইয়ের (CPI)। ঝাড়গ্রাম শহরের রেল স্টেশন সংলগ্ন সিপিআইয়ের শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ঝাড়গ্রাম (Jhargram) শহর পরিক্রমা করে । অংশগ্রহণ করে কয়েক হাজার সিপিআই কর্মী সমর্থক । এদিনের মিছিলে মূলত রাজ্য সরকারের মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান উঠে । মিছিলে এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখোশ পরিয়ে দু'জনকে কোমরে দড়ি বেঁধে মিছিলের মধ্যে শহর হাঁটানো হয় (CPI Rally in Jhargram in protest of TMC corruption) ।