করোনা ও ডেঙ্গু সতর্কতায় দত্তপুকুরে স্যানিটাইজারের উদ্যোগ - DUTTAPUKUR
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগণার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাজারে স্যানিটাইজ করা হল ও করোনা এবং ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হল সাধারণ মানুষের কাছে । এদিন যে সমস্ত হাট-বাজার আছে দত্তপুকুর চত্বরে সেই সমস্ত হাট-বাজারকে স্যানিটাইজ করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের জন্য ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন ইত্যাদি ছড়ানো হয় ৷ যে সমস্ত জায়গায় জল জমে ছিল সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয় সাফাই কর্মীদের দিয়ে । দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক অরিন্দম মুখোপাধ্যায় জানান, আমরা যেমন মানুষকে সচেতন করছি, ঠিক তেমনি সাধারণ মানুষকেও নিজে থেকে সচেতন হতে হবে ৷ তাহলেই আমরা করোনা ভাইরাস ও ডেঙ্গুকে পরাস্ত করতে পারব ।