CITU Rally: নিয়োগ দুর্নীতি ও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে পথে সিটু - কলকাতায় সিটুর বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
নিয়োগ দুর্নীতি, সরকারি শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি, দুর্নীতিগ্রস্ত সমস্ত মন্ত্রী-আমলাদের বরখাস্ত ও নিত্য প্রয়োজনীয় জিনিসে জিএসটি বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার প্রতিবাদ মিছিল করল বাম শ্রমিক সংগঠন সিটু(CITU)। মূলত বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, 12 জুলাই কমিটি, ব্যাংক বিমা-সহ একাধিক ক্ষেত্রের শ্রমিক সংগঠনের কর্মীরা এদিনের মিছিলে পা মেলান(CITU Rally)। ধর্মতলার লেলিন মূর্তির পাদদেশ থেকে লেনিন সরণী হয়ে ওয়েলিংটন স্কোয়ার পেরিয়ে কলেজ স্কোয়ারে মিছিল শেষ হয়(citu protest against recruitment corruption and increase in GST)।