Christmas celebration in Asansol : আলোর রোশনাই, ক্যারলের সুরে বড়দিন উদযাপন সেক্রেড হার্ট ক্যাথিড্রালে - Christmas celebration at Asansol Sacred Heart Cathedral

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 25, 2021, 8:01 AM IST

Updated : Dec 25, 2021, 10:11 AM IST

আসানসোল সেক্রেড হার্ট ক্যাথিড্রাল গির্জায় বড়দিন উদযাপন ঘিরে সাজো-সাজো রব (Christmas celebration at Asansol Sacred Heart Cathedral) ৷ শুক্রবার সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত ক্যারল গেয়ে প্রভু যীশুর আরাধনায় অংশ নেন শ'য়ে শ'য়ে মানুষ। এই উদযাপন কেবল খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই ৷ আসানসোল সেক্রেড হার্ট ক্যাথিড্রালে বিশেষ দিনটিতে দেখা গেল সর্ব ধর্ম-সমন্বয় ৷ তবে কেবল গির্জা নয়, ক্রিসমাসের আনন্দ ছেয়ে গিয়েছে আসানসোলের দিকে দিকে ৷ আসানসোলের চেলিডাঙা খ্রিষ্টান পাড়ায় বড়দিনের বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায় প্রত্যেক বছরেই। অন্যথা নয় এবারও ৷ এত সবকিছুর মধ্যেও চিন্তা একটাই যে, করোনা এখনও পিছু ছাড়েনি এখনও। তাই খ্রিষ্টের আবির্ভাবের দিনে তাই মহামারিমুক্ত বিশ্বের জন্য বিশেষ প্রার্থনা করেন গির্জার ফাদার'রা।
Last Updated : Dec 25, 2021, 10:11 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.