ভুল অস্ত্রোপচার শিশুর , সাহায্যের আশ্বাস সাংসদের - ভুল অস্ত্রোপচার শিশুর , সাহায্যের আশ্বাস সাংসদের
🎬 Watch Now: Feature Video
হার্নিয়ার ব্যাথায় কাতর শিশু৷ কিন্তু অস্ত্রোপচার হল উলটোদিকে ৷ অর্থের অভাবে ফের চিকিৎসার জন্য দু'বার ভাবতে হচ্ছে পরিবারকে । শিশুটির চিকিৎসায় গাফিলতির অভিযোগের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দিকে আঙুল তুলছেন তাঁরা ৷ ঘটনাটি জানার পরই পরিবারকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । গতকাল শিশুটিকে দেখতে তিনি পৌঁছান দক্ষিণ দিনাজপুরের চাঁদগঞ্জের আমুলিয়ায় তার বাড়িতে । সেখানেই কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে । দেখুন ভিডিয়ো ...