CM Mamata Banerjee : আসানসোলের সভা থেকে ডিজিটাল মিডিয়াকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee warns Digital Media
🎬 Watch Now: Feature Video
টাকা রোজগারের জন্য বিভিন্ন ডিজিটাল মিডিয়া, ইউটিউব চ্যানেলগুলি অসত্য, চটকদার খবর পরিবেশন করছে । নাম না করে হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ বিভিন্ন রাজ্যের কিছু সংবাদমাধ্যমকে মঙ্গলবার বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee warns Digital Media)। তিনি বলেন "কয়েকদিন আগেই দেখলাম একটি চ্যানেলে পুলিশ নাকি কাটমানি খাচ্ছে ৷ আমি খবর নিয়ে শুনলাম সেটা বাম আমলের ৷ তাহলে মিথ্যা খবর প্রকাশ করার জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?" এছাড়াও কোন পঞ্চায়েত প্রধানের প্রাসাদের মতো বাড়ি নিয়ে যে খবর হয়েছিল তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কোনও পঞ্চায়েত প্রধান যদি বাড়ি করেছে সেটাকে ঢাকঢোল পিটিয়ে দেখানো হচ্ছে । অথচ কোনও পঞ্চায়েত প্রধান দিনমজুরের কাজ করছে সেটা দেখানো হয় না ।"