Mayapur ISKCON : মায়াপুর ইসকন মন্দিরে শুরু হল রাধামাধবের চন্দনযাত্রা অনুষ্ঠান - Chandan Yatra festival at ISKCON Mayapur
🎬 Watch Now: Feature Video
মহাসমারোহে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে রাধামাধবের চন্দনযাত্রা অনুষ্ঠান । রাধামাধব বিগ্রহকে চন্দ্রোদয় মন্দির থেকে প্রথমে নাম সংকীর্তন-সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিয়ে আসা হয় সমাধিমন্দির পুকুরে । এরপর বিগ্রহ সহকারে সুসজ্জিত নৌকা করে চলে সলিল বিহার ও আরতি, নাম সংকীর্তন-সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান । চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে বহু দর্শনার্থীদের আগমন ঘটে ইসকন মন্দির প্রাঙ্গণে । দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে । চন্দনযাত্রা অনুষ্ঠান চলবে আগামী 21 দিন ৷ প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে ইসকন মন্দির প্রাঙ্গণে (Chandan Yatra festival at ISKCON Mayapur) ৷
TAGGED:
Mayapur ISKCON