Bus Accident: দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40 - Bus Accident
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16045721-thumbnail-3x2-howrah.jpg)
নদিয়ার ধানতলা থানার অন্তর্গত একদল যাত্রী একটি বেসরকারি বাসে করে দিঘার উদ্দেশ্যে রওনা দেয় । পুলিশ সূত্রে খবর, বাসে 67 জন যাত্রী ছিল ৷ রবিবার গভীর রাত্রে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় রাস্তায় (Bus Accident)। হাওড়ার বাগনান চন্দ্রপুর এর কাছে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা । দুর্ঘটনায় কেউ মারা না-গেলেও 40 জন যাত্রী আহত হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ।