Bull Enters Train: ট্রেন সফরে ষাঁড়, ভিডিয়ো ভাইরাল - रेलगाड़ी में सांड
🎬 Watch Now: Feature Video
এখনও পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন ট্রেনে দুধের ক্যান, সাইকেল, মোটরসাইকেল যাতায়াত করছে ৷ কিন্তু এবার বিহারে যাত্রীবাহী ট্রেনে ষাঁড়ের ভ্রমণের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Bull Enters Train) ৷ ঘটনাটি বিহারের ভাগলপুর ইএমইউ প্যাসেঞ্জার ট্রেনের । যেখানে ট্রেনে ঢোকার সঙ্গে সঙ্গেই ষাঁড়ের মুখোমুখি হন যাত্রীরা । ষাঁড়টি দড়িতে বাঁধা ছিল । ট্রেনে ষাঁড়টিকে ভ্রমণ করতে দেখে ট্রেনের যাত্রীরাও হতবাক হয়ে যান । একবারের জন্য যাত্রীরাও বিশ্বাস করতে পারছিলেন না । যাত্রীদের কেউ কেউ আবার ষাঁড়টির সঙ্গে সেলফিও তোলেন ৷
Last Updated : Aug 5, 2022, 3:40 PM IST