Rakesh Tikait : টিকায়েতের মুখে কালি, মারপিট ! বিজেপি সরকারকে দায়ী করলেন কৃষক আন্দোলনের মুখ - কৃষক নেতা রাকেশ টিকায়েত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 30, 2022, 5:32 PM IST

কালি ছোড়া হল কৃষক নেতা তথা কেন্দ্রের কৃষি আইন বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান রাকেশ টিকায়েতের মুখে ৷ সোমবার বেঙ্গালুরুর গান্ধি ভবন কৃষক সংগঠনের এক সভায় যোগ দেন টিকায়েত ৷ সেখানেই ঘটে এই ঘটনা (ink thrown on farmer leader Rakesh Tikait in Bengaluru) ৷ আচমকাই কয়েকজন অনুষ্ঠান স্থলে গিয়ে এই কৃষক নেতার মুখে কালো কালি দিয়ে দেন ৷ এরপরেই টিকায়েত সমর্থকদের সঙ্গে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায় ওই দুর্বৃত্তদের ৷ রাকেশ টিকায়েতের অভিযোগ, কর্নাটকের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷ পুলিশের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.