Sukanta Majumder Arrested : রাজ্য সভাপতিকে গ্রেফতারির প্রতিবাদে বিজেপির মিছিল - Sukanta Majumder Arrested
🎬 Watch Now: Feature Video
সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদে মালদায় বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধন্ধুমার পরিস্থিতি । মিছিলে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে (Sukanta Majumder Arrested)। লাঠিচার্জে আহত হন ইংরেজবাজারের বিধায়ক-সহ আরও কয়েকজন । এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে পুলিশ, এমনটাই দাবি বিজেপি কর্মীদের । মালদা জেলা বিজেপির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয় । বিজেপির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে মিছিল শুরু হয় । মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থ মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব । শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম । কিন্তু পুলিশ ইচ্ছেকৃতভাবে বিজেপি কর্মীদের ওপর চাঠিচার্জ করে । আমার শারীরিক সমস্যা থাকায় আমি অনেকটা পিছনে ছিলাম । কিন্তু তারপরেও আমি আহত হয়েছি ।"
TAGGED:
Sukanta Majumder Arrested