BJP Party Office Captured by TMC : বিজেপির দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তেজনা জামুড়িয়ায় - BJP Party Office Captured by TMC
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15041574-406-15041574-1650189173251.jpg)
আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ের পর আজ জামুড়িয়া পৌরসভার 8নং ওয়ার্ডের নাগেশ্বর কোলিয়ারি এলাকায় বিজেপির দলীয় কার্যালয় দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (BJP Party Office Captured by TMC Goon in Ward No 8 of Jamuria Municipality) ৷ বিজেপির দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়ে বিজেপির কার্যালয়ে যান স্থানীয় নেতা ও কর্মীরা ৷ এর পর ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ এই ঘটনায় জামুড়িয়া পৌরসভার 8নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ৷ অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ এর পর জামুড়িয়া থানা থেকে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷