SMC Election Result 2022: 'আমার পরাজয় অপ্রত্যাশিত', হেরে মুহ্যমান শঙ্কর ঘোষ - শিলিগুড়িতে পরাজিত শঙ্কর ঘোষ
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে পরাজিত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তিনি তৃতীয় স্থানে রয়েছে । 24 নম্বর ওয়ার্ডের প্রার্থী শঙ্কর ঘোষ এখানেই থাকেন এবং গতবার এই ওয়ার্ড থেকে জিতে মেয়র পারিষদ হয়েছিলেন । তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতুল চক্রবর্তীর কাছে এই হার তিনি আশা করেননি ৷ বিগত ছ'বছর কাউন্সিলর হিসেবে অক্লান্ত পরিশ্রমের পরও মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে ৷ এ প্রসঙ্গে তিনি বললেন, "মনে হয় আমি অযোগ্য ৷" তৃণমূল নেতা গৌতম দেব মেয়র হলে বিরোধী শিবিরের নেতা হিসেবে তাঁর সঙ্গে কাজ করতে কোনও অসুবিধে নেই বলে জানালেন প্রাক্তন কাউন্সিলর ৷ এদিকে পরাজিত প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্যও ৷ 'গুরু' অশোক ভট্টাচার্যের সঙ্গে সম্ভব হলে দেখা করবেন একদা 'শিষ্য' শঙ্কর ঘোষ (BJP MLA Sankar Ghosh losses to TMC Pratul Chakraborty in Siliguri 24 ward) ৷
Last Updated : Aug 9, 2022, 4:54 PM IST