Sukanta Majumdar : 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন সুকান্তর - রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
🎬 Watch Now: Feature Video
"100 দিনের কাজ অর্থাৎ মনরেগা (Mahatma Gandhi National Rural Employment Gurantee Act), দিয়ে তৃণমূল কংগ্রেস পার্টিটা চলছে । দুটো প্রকল্পে পুকুর চুরি হচ্ছে ৷ সেইজন্য কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়ন মন্ত্রক সঠিক সিদ্ধান্ত নিয়ে এই টাকা আটকে দিয়েছে", বীরভূমের দেউচা পাচামিতে এসে এমনটাই বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, আগামী দিনেও এই টাকা আটকে দেওয়া উচিত ৷ কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই প্রকল্পে কাজ না করলেও তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে ৷ আর এ থেকে ঘাসফুল কাটমানি তুলচছে ৷ বৃহস্পতিবার দেউচা পাচামি খনির বিরোধিতা করে মিছিল ও জনসমাবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP leader Sukanta Majumdar supports delaying MGNREGA PMAY Central payment) ৷