চতুর্থ দফার ভোটে বেহালা পশ্চিমে সকাল থেকেই বুথমুখী সাধারণ মানুষ - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব শুরু হল আজ ৷ দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মোট 44টি আসনের প্রার্থীদের ভাগ্য ইভিএমবন্দি হচ্ছে আজ । দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানার অন্তর্গত বেহালা পশ্চিমের সেন্ট এলিজাবেথ স্কুলে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে । পুরুষদের থেকে মহিলাদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো । এই বিদ্যালয়ের 7-8টি বুথ আছে । সব বুথেই সকাল সকাল ভোটারদের লম্বা লাইন । কতটা উৎসাহী তাঁরা ? জেনে নিন তাঁদের থেকেই ।