জাঙ্গিপাড়া গণনা কেন্দ্রে নির্দল এজেন্ট বসা নিয়ে বচসা - জাঙ্গিপাড়া গণনা কেন্দ্রে নির্দল এজেন্ট বসা নিয়ে বচসা
🎬 Watch Now: Feature Video
জাঙ্গিপাড়ার গণনা কেন্দ্রে বচসা ৷ বচসা বাধে নির্দল প্রার্থী শেখ আমজাদ আলি ও তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর মধ্যে ৷ অভিযোগ, নির্দল শেখ আমজাদ আলির এজেন্টকে গণনা কেন্দ্রে বসতে দেওয়া হয়নি ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকি তাঁকে মারধরের হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর ।