এটাই গণতন্ত্রের উৎসব ? না... - গণতন্ত্রের উৎসব
🎬 Watch Now: Feature Video
চতুর্থ দফা ৷ পাঁচ মৃত্যু ৷ বেশ কয়েক জন আহত ৷ হেলমেট পরে পথে প্রার্থী ৷ কোথাও লঙ্কাগুড়ো ছেটানার অভিযোগ ৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ৷ প্রশ্নচিহ্ন বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও ৷ সত্যিই এটাই কি গণতন্ত্রের উৎসবের আসল ছবি...