Uttarakhand Road Accident : উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ব্যারাকপুরের দেবমাল্যর - খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানাতে যান ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2022, 12:57 PM IST

ব্যারাকপুর শ্যামাশ্রীপল্লির বাসিন্দা বছর 44-এর দেবমাল্য দেবনাথ গত সোমবার বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেন উত্তরাখণ্ডে (Barrackpore resident died in Uttarakhand Road Accident) । গতকাল হরিদ্বার পৌঁছে ফোনে কথা হয় পরিবারের সঙ্গে । তারপর সন্ধ্যা নাগাদ খবর আসে গাড়ি খাদে পড়ে গিয়ে দেবমাল্য-সহ আরও 5 জনের মৃত্যু হয়েছে । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ব্যারাকপুরের শ্যামাশ্রীপল্লি অঞ্চলে । খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানাতে যান ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস । সরকারের কাছে পরিবারের আবেদন যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া মিটিয়ে দেবমাল্যর মৃতদেহ ব্যারাকপুরের বাড়িতে যাতে আনা যায় তার উপযুক্ত ব্যবস্থা করার । পরিবার সূত্রে খবর, গাড়িতে তাঁদের সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেও এই দুর্ঘটনা ঘটতে পারে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.