Dudua River Floated away : জলের তোড়ে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের তৈরি সেতু

By

Published : Jun 2, 2022, 4:59 PM IST

thumbnail
ভুটানে অবিরাম বৃষ্টির জেরে জলস্ফীতি ডুয়ার্সের বিভিন্ন নদীতে । জলের তোড়ে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের তৈরি সেতু । যোগাযোগ বিচ্ছিন্ন ফালাকাটা থেকে ধূপগুড়ির বেশ কয়েকটি গ্রামের । ধূপগুড়ি এবং ধনীরামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের যোগাযোগকারী এই বাঁশের সাঁকো । বৃহস্পতিবার ডুডুয়া নদীর জলস্ফীতির কারণে সাঁকো ভেসে যায় (Dudua River Floated away)। প্রতি বছরই বর্ষায় ওই বাঁশের সাঁকো ভেঙে জলের তোড়ে ভেসে যায়। তার পরবর্তীতে একমাত্র ভরসা নৌকায় নদী পারাপার । কিন্তু ডুডুয়া নদীর জলস্তর বেশী থাকায় নৌকতেও পারাপার সম্ভব নয় । স্বাভাবিক ভাবেই ফালাকাটা ব্লকের খগেনহাট ও ধূপগুড়ি ব্লকের একটা বড় অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । ফলে বিপাকে পড়েছেন প্রায় 10 হাজার মানুষ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.