Baguiati Double Murder: পুলিশ সব জানত, বিস্ফোরক বাগুইআটি কাণ্ডে নিহত অভিষেক নস্করের বাবা - বাগুইআটি জোড়া খুনকাণ্ড
🎬 Watch Now: Feature Video
বাগুইআটি জোড়া খুনকাণ্ডে (Baguiati Double Murder) পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেন মৃত কিশোর অভিষেক নস্করের বাবা-মা ৷ মৃতের বাবা হরি নস্করের অভিযোগ, 24 অগস্ট বাগুইআটি থানা থেকে তাঁদের মিথ্যে কথা বলা হয়েছিল যে, কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ কিন্তু 5 সেপ্টেম্বর তাঁদের তিনটি ফুলে যাওয়া দেহের ছবি দেখানো হয়েছিল ৷ বলা হয়েছিল বসিরহাটের মর্গে ওই দেহগুলি রয়েছে ৷ কিন্তু জলে ডোবা দেহ হওয়ায় তাঁরা ছবিতে চিনতে পারেননি ৷ সেই সময় হরি নস্কর এবং তাঁর স্ত্রী কমলা নস্করকে বলা হয়েছিল বসিরহাট মর্গে চলে যেতে ৷ হরি নস্করের অভিযোগ, বাগুইআটি থানার পুলিশ ইচ্ছাকৃত তাঁদের বারেবারে ঘুরিয়েছে ৷ কিন্তু তাঁরা আগেই সেই ছবিগুলি দেখে 2 কিশোরকে চিনতে পেরেছিলেন ৷