Suicide Attempt: মদ্যপান করে স্ত্রীর সঙ্গে বচসা, আত্মহত্যার জন্য উঠলেন মোবাইল টাওয়ারে - মাথাভাঙ্গা থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছন
🎬 Watch Now: Feature Video
মদ্যপান করে স্ত্রীর সঙ্গে অশান্তি, তারপর রাগ করে সটান মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন স্বামী (Attempt to Suicide in Cooch Behar)৷ সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তাঁর ৷ মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙার কেদারহাট এলাকায়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অনেক চেষ্টায় বাঁচাতে সক্ষম হন দমকলের কর্মীরা ৷ ব্যক্তির নাম দিননাথ বর্মন, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন মদ্যপান করে বাড়িতে ঝামেলা করেন ৷ এদিনও তার অন্যথা হয়নি ৷ আত্মহত্যা করবে বলে হুঁশিয়ারি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। আর তারপরই এই কাণ্ড ৷