গতিময় জীবনে "গতিহীন" ইন্টারনেট পরিষেবা, সমস্যায় মেদিনীপুরবাসী - @janata
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10285161-thumbnail-3x2-thy.jpg)
বর্তমানে গতিময় জীবনে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ কিন্তু, দীর্ঘদিন ধরে মেদিনীপুরে ইন্টারনেট পরিষেবা বেহাল ৷ প্রায় সময়ই বাফারিং হতে থাকে ৷ সমস্যায় পড়েছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ ৷ ইটিভি ভারতের @জনতায় মেদিনীপুরবাসীর সেই সমস্যার কথা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুনীল দাস ৷