Asam Flood : টানা বৃষ্টিতে বন্য়া পরিস্থিতি অসমে, জলের তোড়ে ভেসে গেল হাতি - Kaziranga National Park
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15304344-564-15304344-1652721195705.jpg)
টানা বৃ্ষ্টিতে অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে । বিপর্যস্ত জনজীবন ৷ নিরাপদে নেই পশুরাও ৷ পশ্চিম কারবি অ্যাংলং জেলার (West Karbi Anglong) কাপিলি নদী ভারী বর্ষণে প্লাবিত ৷ এই নদীতে জলের তোড়ে ভেসে যাচ্ছে একটি হাতি ৷ সোমবার এইরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷ টুম্প্রাং এলাকায় কেউ এই ভিডিয়োটি করেছেন ৷ তবে এই ভিডিয়ো ঘিরেই নেটাগরিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে ৷ নেটাগরিকদের কথায় ভিডিয়োটি যিনি করছেন তিনি প্রাণিটিকে বাঁচানোর চেষ্টা করেনি ৷ শেষ পর্যন্ত হাতিটি বাঁচল কি না, তা অবশ্য জানা যায়নি (Asam Flood ) ৷