স্বপ্ন পূরণ, বলছে মাধ্যমিকের ষষ্ঠ অশ্মি - অশোকনগর
🎬 Watch Now: Feature Video
মাধ্যমিকে রাজ্যের মধ্যে অন্যতম ষষ্ঠ স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনার অশ্মি চৌধুরি ৷ তার প্রাপ্ত নম্বর 687 ৷ অশ্মি জানিয়েছে, টেক্সট বই ভালো করে পড়েই মিলেছে সাফল্য ৷ এর জন্য সে তার পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে ৷ অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসে সে ৷ ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে অশ্মি ৷