নাম না করে ওয়েইসিকে "মরশুমি শিয়াল" বলে কটাক্ষ ত্বহার - ওয়েইসিকে ‘সিজিনের শিয়াল’ বলে কটাক্ষ ত্বহা সিদ্দিকীর
🎬 Watch Now: Feature Video
মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি গতকাল ফুরফুরা শরিফ পরিদর্শনে আসেন । বৈঠক করেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে । বিষয়টিকে যে খুব একটা ভালোভাবে দেখছেন না ত্বহা সিদ্দিকী, তা নিজের বক্তব্য স্পষ্ট করে দেন তিনি । নাম না করে আসাদউদ্দিন ওয়েইসিকে ‘মরশুমি শিয়াল’ বলে কটাক্ষ করলেন ত্বহা সিদ্দিকী ।