Arjun Singh on Jute Industry : পাটশিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অর্জুন - Arjun Singh
🎬 Watch Now: Feature Video
পাটশিল্পকে বাঁচাতে এবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। বুধবার জগদ্দলে বাসভবনে সাংবাদিক বৈঠকে জুট কমিশনার মলয় চক্রবর্তীকে নিশানা করেন তিনি। সাংসদের অভিযোগ,"জুট কমিশনার প্ল্যাস্টিক লবিকে ঢোকাতে চাইছেন। অথচ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পাটশিল্প বাঁচাতে কোনও উদ্যোগ নিচ্ছেন না। গত ডিসেম্বর মাসে লকেট চট্টোপাধ্যায়-সহ আমি জুট কমিশনার মলয় চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলাম। সেই বৈঠকে যা তথ্য দেওয়া হয়েছিল সেগুলো ভুল ছিল ৷ কাঁচা পাটের দাম প্রতি কুইন্টাল সাড়ে 6 হাজার টাকা দেখানো হয়েছিল। সরকারি যে কোনও বৈঠকের আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত সামনে আনা উচিত। সেটা ভুল হোক, আর ঠিক ৷ আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
TAGGED:
Arjun Singh