Arjun Singh : পাট শিল্প নিয়ে দিল্লির বৈঠকে খুশি অর্জুন - Arjun Singh
🎬 Watch Now: Feature Video
পাটশিল্প ও চটকল সমস্যা সমাধানে সোমবার বিকেলে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল । সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক ও পাট শিল্পের প্রতিনিধিরা । যদিও এই গুরুত্বপূর্ণ বৈঠকে সাংসদ অর্জুন সিংকে ( Arjun Singh)ডাকা হয়নি । এদিন সন্ধেয় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ত্রিপাক্ষিক বৈঠক ইতিবাচক হয়েছে । ফলে পাটচাষি, শ্রমিক ও মিল মালিকদের পক্ষে ভালোই ইঙ্গিত মিলেছে । এবার বস্ত্র মন্ত্রণালয়ের সচিব বৈঠকের বিস্তারিত রিপোর্ট বস্ত্র মন্ত্রী পিযুষ গোয়েলকে জানাবেন । তবে বস্ত্র মন্ত্রীর ডাক পেলেই তিনি দিল্লি যেতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি ৷
TAGGED:
Arjun Singh