Cyclone Asani : অশনির ভ্রুকুটি, দিঘার সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাড়ানো হল নজরদারি - Administration is preparing for upcoming Disaster
🎬 Watch Now: Feature Video
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি' (Cyclone Asani) । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই অশনির সংকেত পাওয়া গেল বঙ্গে (Administration is preparing for upcoming Disaster) ৷ সোমবার দুপুরের পর থেকে আবহাওয়া ক্রমশ পরিবর্তন হতে শুরু করেছে । দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে আকাশ ছেয়ে যায় । জেলা জুড়ে সকালে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি হলেও আবার রোদ বেরিয়েছিল । কিন্তু দুপুরের পর থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে । অপরদিকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে । প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সাবধান করা হচ্ছে । দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্রস্নানে এবং মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে । পর্যটকরা যাতে সমুদ্রে নামতে না পারেন তার জন্য সমুদ্র সৈকতের বিভিন্ন ঘাটে দড়ি দেওয়া হয়েছে। বাড়তি নজরদারি চালানো হচ্ছে নুলিয়া, পুলিশদের তরফ থেকে । লোকাল স্তরের প্রশাসনিক কর্তারা বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকায় পরিদর্শন করতে শুরু করেছেন । যাতে সমুদ্রের জল গ্রামে ঢুকে গেলেও নিরাপদ স্থানে মানুষদের সরানো যায় ৷ অপরদিকে হলদিয়া কোস্টগার্ডের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷