অজয়ে জল বেড়ে ভাঙল অস্থায়ী সেতু, বিপাকে 2 জেলা - অকাল বন্যা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6244660-thumbnail-3x2-ajoy.jpg)
আজ আচমকা অজয় নদে হিংলো জলাধার থেকে জল ছাড়ার কারণে অকালবন্যায় ভাসল বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা ৷ রোজ কয়েকশ মানুষ শিবপুর থেকে জয়দেবের এই অস্থায়ী সেতু পারাপার করেন ৷ শিবপুর থেকে জয়দেবের এই অস্থায়ী সেতুর অংশ জলের তোড়ে ভেঙে পড়লেও ওই সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার চলছে ৷