Swasthya Bhawan Agitation : করোনার সময় চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
চুক্তিভিত্তিক নিযুক্ত প্রথমসারির যোদ্ধাদের ছাঁটাইয়ের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান (Agitation by Temporary Corona Fighters for Demanding Re-employment) ৷ অতিমারির বাড়বাড়ন্তের সময় চুক্তিভিত্তিক বহু লোকজনকে হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও সেফ হোমে বিভিন্ন কাজে নিযুক্ত করা হয় ৷ তাঁদের দাবি, কোভিড চলে গেলেও তাঁদের সংশ্লিষ্ট হাসপাতাল বা অন্য কোথাও কাজে নিযুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসার পর সেই অস্থায়ী করোনা যোদ্ধাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে ৷ এর ফলে প্রায় 150টি পরিবার আর্থিক সংকটের মুখে পড়েছে ৷ অস্থায়ী ওই করোনা যোদ্ধারা নিয়োগের দাবিতে মিছিল করে স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan) যান ৷ সেখানে বিক্ষোভকারীদের 4 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ডিএমই-র সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেয় ৷