উচ্ছেদের তিন মাস পর মিলল জায়গা, খুশি হকাররা - Darjeeling
🎬 Watch Now: Feature Video
দার্জিলিঙে ম্যালের ধারে নেহরু রোড সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল হকারদের । গত বছরের 6 নভেম্বর উচ্ছেদ হওয়ার পর জীবন ও জীবিকা বাঁচাতে আন্দোলনে নেমেছিল হকাররা । অবশেষে তিন মাস পর দার্জিলিঙে মোটরস্ট্যান্ডের বিপরীতে নতুন করে জায়গা পেল তারা । মঙ্গলবার সন্ধ্যায় প্রায় 50 জন হকারকে মোটরস্ট্যান্ড সংলগ্ন পথের ধারে চাউমিন, চা, মোমো, বেলুন, আইসক্রিম, ফুচকা সহ বিভিন্ন ফাস্ট ফুডের দোকান নিয়ে বসতে দেখা যায় । নতুন করে জায়গা পাওয়ায় খুশি হকাররা ।