হুগলির পর পাণ্ডুয়া, ফের রেল অবরোধ ধর্মঘট সমর্থকদের - হুগলি স্টেশনে ট্রেন অবরোধ
🎬 Watch Now: Feature Video
সকাল থেকেই শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে মিশ্র প্রভাব দেখা গিয়েছে হুগলির একাধিক এলাকায় ৷ হুগলি স্টেশনে অবরোধ করা হয় ৷ কিছুক্ষণের জন্য আটকে পড়ে হাওড়া-বর্ধমান মেন লাইনের একাধিক ট্রেন ৷ তবে রেল পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যায় । স্বাভাবিক হয় ট্রেন চলাচল ৷ তবে তার কিছুক্ষণের মধ্যেই পাণ্ডুয়া স্টেশনে অবরোধ করেন ধর্মঘট সমর্থকরা ৷ ফের বন্ধ হয় ট্রেন চলাচল ৷