Subires Bhattacharya: সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারিতে মিষ্টি বিতরণ এবিভিপি'র - সিবিআই গ্রেফতার করল সুবীরেশ ভট্টাচার্যকে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16416413-thumbnail-3x2-misti.jpg)
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) সোমবার সিবিআই গ্রেফতার করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে (CBI arrests Subires Bhattacharya) ৷ তিনি গ্রেফতার হতেই এদিন সন্ধ্যায় শিলিগুড়ির হাশমি চকে মিষ্টি বিতরণ করলেন বিজেপি'র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা (ABVP) ৷