Ultodanga Sangrami: মেহনতী মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের মূল্যবোধে বার্তা দিচ্ছে উলটোডাঙা সংগ্রামী
🎬 Watch Now: Feature Video
'দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে' কিংবা 'সোনার ফসল ফলায় যে তাঁর দুইবেলা জোটে না আহার' ৷ লাইনগুলি নিছকই গানের নয়, বাস্তবও ৷ মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান । সেই অন্ন যারা ফলান, তাঁদের ঘরেই চিরকাল অন্নের সংকট । যারা বস্ত্র তৈরি করেন তাঁদের পড়নেই ছেঁড়া পোশাক । আর কথাতেই বলে ঘরামির ঘর ফুটো । আসলে সবটাই দারিদ্রতা । তাঁরা সমাজে যে ভূমিকা পালন করেন তাদের যেমন উপযুক্ত পারিশ্রমিক জোটে না তেমনি জোটে না সম্মানও । সেই সমস্ত শ্রমজীবী মানুষের মূল্যবোধ কতটা, তাই এবার মন্ডপে তুলে ধরছে উলটোডাঙ্গা সংগ্রামী (Ultodanga Sangrami) । মন্ডপে ঢুকতেই থাকছে একটি মেরুদন্ড । তার মধ্যে ধাপে ধাপে সিঁড়ি । একদম উপরে রাখা আরাম কেদারা । পুজো উদ্যোক্তাদের কথায়, তাঁরা বোঝাতে চেয়েছেন কৃষক, শ্রমিকদের রক্ত ঘাম ঝরিয়ে সমাজের অগ্রগতি হচ্ছে । তাদের এই শ্রমকে সম্পদ করে ফুলে ফেঁপে উঠে আরাম কেদারায় বসছেন পুঁজিপতি শ্রেণি ।